প্রকাশিত: Mon, May 22, 2023 4:45 PM আপডেট: Fri, May 9, 2025 11:33 PM
হাইকোর্টে গেলে গ্রেপ্তার হতে পারেন আশংকা ইমরান খানের
ইমরুল শাহেদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ৮০ শতাংশ মনে করেন, মঙ্গলবার কয়েকটি মামলায় আগাম জামিনের জন্য ইসলামাবাদ হাইকোর্টে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। ডন
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, পাকিস্তানের রাজনৈতিক জোট পিডিএম সেনাবাহিনীর খুব কাছের। আমাকে ক্ষমতার বাইরে রাখার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতি ভেঙ্গে চুরমার করে দিচ্ছে।’ তিনি বলেন, এখন তার দলের প্রায় ১০ হাজার কর্মী ও দলের সিনিয়র নেতারা সবাই কারাগারে।
৯ মে’র পর সহিংসতা, অগ্নিসংযোগ এবং সরকারি ভবন ও সেনা স্থাপনায় হামলার বিষয় উল্লেখ করে ইমরান খান বলেন, তারা এখন অগ্নিসংযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে, আমার গ্রেপ্তারের পর তারা সেই অজুহাত দলকে ধ্বংস করতে ব্যবহার করছে।
শ’ শ’ নারী ও শিশু কারাগারে দাবি করে পিটিআই প্রধান বলেন, ‘ওরা এখন আমাদের বিচার সামরিক আদালতে করার চেষ্টা করছে।’
তিনি আগে থেকেই বলে আসছেন, সরকারের সঙ্গে তার কোনো বিরোধ নেই। তিনি জানেন না, প্রতিপক্ষ তার উপর কেন বিরক্ত। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, নিজ দেশের সেনাবাহিনী নিয়ে একজন কিভাবে বিজয়ী হতে পারে। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে একজন যদি জিতেও সেটা হবে দেশের জন্য ক্ষতিকর।’
তিনি বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের জন্য একটা সবল প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার।’
অতীতের কথা স্মরণ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে তার কোনো সমস্যা নেই। সবাই জানেন যে তারা প্রবেশ করেছেন। একটা সময়ে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে কাজ করেছিলেন।
তিনি দাবি করেন, ক্ষমতাসীন জোট তাকে খতম করে দিতে চাইছে। কারণ তারা জানেন নির্বাচনে জিততে পারবেন না। তার জীবন এখনো হুমকির মুখে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যত বাণী করে তিনি বলেন, তাকে হত্যা করতে ধর্ম অবমানণা ব্যবহার করা হতে পারে, সাবেক পাঞ্জাব গভর্নরকে যেভাবে হত্যা করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
